জনাব খুকিবালা উলিপুর পৌরসভাধীন জোনাইডাঙ্গা মৌজার মুন্সিপাড়া গ্রামে বসবাসকারী। প্রতিবন্ধি ছেলে সামাদসহ পরিবারের সদস্য ৭ জন। তাকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসন, উলিপুর, কুড়িগ্রাম এর পক্ষ হতে অদ্য (১২/০৫/২০২১ খ্রি:) নগদ ২,০০০/- (দুই হাজার) টাকাসহ লাচ্ছা সিমাই, চিনি, পাউডার দুধ, বাদাম, কিচমিচ, চাউল, সয়াবিন, ডাল, পেঁয়াজ, রসুন, গুড়ো মসলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মসলা, আদা, লবণ ইত্যাদি খাদ্য সামগ্রীসহ পরিবারের সদস্যদের জন্য উপজেলা প্রশাসনের তৈরীকৃত মাস্ক পৌঁছে দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস