Title
উলিপুর উপজেলায় ইনফো সরকার প্রকল্পের অধীনে টেকনিশিয়ান নিয়োগ
Details
বিস্তারি দেখতে অনূগ্রররহপূর্বক সংযুক্ত ফাইলটি দেখুনঃ
শর্তাবলীঃ
- যোগ্য বিবেচিত সর্বনিমণদর প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রকল্প কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে কার্যাদেশ প্রদান করা হবে। একাধিক যোগ্য প্রতিষ্ঠান সর্বনিমণদর প্রদান করলে, লটারীর মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
- নির্বাচিত প্রতিষ্ঠানকে একটি পদের বিপরীতে ০৪ (চার) জন্য করে প্রার্থীর জীবন বৃত্তামত্ম,শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি এবং ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিণ ছবি দাখিল করতে হবে। সাধারণভাবে তন্মন্ধ হতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
- সরবরাহকৃত জনবল সংশিস্নষ্ট কাজে পারদর্শী কিনা তা কমিটি কর্তৃক পরীক্ষিত হবে,অতঃপর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে কার্যাদেশ দেয়া হবে।
- নির্বাচিত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদিত হবে। এ ক্ষেত্রে কোন ব্যক্তির নামে নিয়োগপত্র ইস্যু করা হবে না। বেতনের অর্থ আউট সোসিং-এর মাধ্যমে নিয়োগকৃত ব্যক্তির ব্যাংক হিসাব জমা হবে। কমিশনের অর্থ পৃথকভাবে সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হবে।
- আউট সোসিং পদ্ধতিতে কর্মচারী সরবরাহ নির্বাচিত প্রতিষ্ঠানকে ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
- দায়িত্ব পালনকারী সরবরাহকৃত জনবলের কোন রকম অদক্ষা পরিদর্শিত হরে সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত জনবলকে প্রতিস্থাপন করতে বাধ্য থাকবে।
- নিয়োজিত কর্মচারীগণ প্রয়োজনে ছুটি দিনে বা স্বাভাবিক অফিস সময়ের অতিরিক্ত সময়ে সংশিস্নষ্ট পদের দায়িত্ব পালনে বাধ্য থাকবেন।
- আউট সোসিং পদ্ধতিতে নিয়োজিত কোন কর্মচারী অদক্ষতা বা অবহেলার কারণে প্রকল্প সম্পত্তির কোন ক্ষতি হলে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান দায়ী হবে।
- জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি কর্তৃপক্ষ ০১ (এক) মাসের নোটিশ দিয়ে বাতিল করতে পারবে।
- আউট সোসিং এর মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত আইন,বিধিমালা,নির্দেশনা ইত্যাদি অনুসরণ যোগ্য হবে্
- কর্তৃপক্ষ যে কোন শর্তাবলী পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করবেন।
- যে কোন বা সকল কোটেশন বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে উপজেলা নির্বাহী অফিসার,উলিপুর,কুড়িগ্রাম বরাবরে নিজ প্যাডে আগামী ২৭/০১/২০১৪ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কোটেশন দাখিল করতে হবে।
| স্বাক্ষরিত/১৬/০১/২০১৪ খ্রিঃ। (ড. মোহাম্মদ মুনসুর আলম খান) উপজেলা নির্বাহী অফিসারউলিপুর,কুড়িগ্রাম। ফোনঃ ০৫৮২৯-৫৬০০৮ unoulipur@mopa.gov.bd |