Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
উলিপুর উপজেলায় ইনফো সরকার প্রকল্পের অধীনে টেকনিশিয়ান নিয়োগ
Details

 

বিস্তারি দেখতে অনূগ্রররহপূর্বক সংযুক্ত ফাইলটি দেখুনঃ

 

 

   
   
   
   
   
   
   
 

শর্তাবলীঃ

 

  1. যোগ্য বিবেচিত সর্বনিমণদর প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রকল্প কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে কার্যাদেশ প্রদান করা হবে। একাধিক যোগ্য প্রতিষ্ঠান সর্বনিমণদর প্রদান করলে, লটারীর মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
  2. নির্বাচিত প্রতিষ্ঠানকে একটি পদের বিপরীতে ০৪ (চার) জন্য করে প্রার্থীর জীবন বৃত্তামত্ম,শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি এবং ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিণ ছবি দাখিল করতে হবে। সাধারণভাবে তন্মন্ধ হতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
  3. সরবরাহকৃত জনবল সংশিস্নষ্ট কাজে পারদর্শী কিনা তা কমিটি কর্তৃক পরীক্ষিত হবে,অতঃপর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে কার্যাদেশ দেয়া হবে।
  4. নির্বাচিত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদিত হবে। এ ক্ষেত্রে কোন ব্যক্তির নামে নিয়োগপত্র ইস্যু করা হবে না। বেতনের অর্থ আউট সোসিং-এর মাধ্যমে নিয়োগকৃত ব্যক্তির ব্যাংক হিসাব জমা হবে। কমিশনের অর্থ পৃথকভাবে সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হবে।
  5. আউট সোসিং পদ্ধতিতে কর্মচারী সরবরাহ নির্বাচিত প্রতিষ্ঠানকে ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
  6. দায়িত্ব পালনকারী সরবরাহকৃত জনবলের কোন রকম অদক্ষা পরিদর্শিত হরে সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত জনবলকে প্রতিস্থাপন করতে বাধ্য থাকবে।
  7. নিয়োজিত কর্মচারীগণ প্রয়োজনে ছুটি দিনে বা স্বাভাবিক অফিস সময়ের অতিরিক্ত সময়ে সংশিস্নষ্ট পদের দায়িত্ব পালনে বাধ্য থাকবেন।
  8. আউট সোসিং পদ্ধতিতে নিয়োজিত কোন কর্মচারী অদক্ষতা বা অবহেলার কারণে প্রকল্প সম্পত্তির কোন ক্ষতি হলে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান দায়ী হবে।
  9. জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি কর্তৃপক্ষ ০১ (এক) মাসের নোটিশ দিয়ে বাতিল করতে পারবে।
  10. আউট সোসিং এর মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত আইন,বিধিমালা,নির্দেশনা ইত্যাদি অনুসরণ যোগ্য হবে্
  11. কর্তৃপক্ষ যে কোন শর্তাবলী পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করবেন।
  12. যে কোন বা সকল কোটেশন বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে উপজেলা নির্বাহী অফিসার,উলিপুর,কুড়িগ্রাম বরাবরে নিজ প্যাডে আগামী ২৭/০১/২০১৪ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কোটেশন দাখিল করতে হবে।

 

স্বাক্ষরিত/১৬/০১/২০১৪ খ্রিঃ।

(ড. মোহাম্মদ মুনসুর আলম খান)

উপজেলা নির্বাহী অফিসার

উলিপুর,কুড়িগ্রাম।

ফোনঃ ০৫৮২৯-৫৬০০৮

unoulipur@mopa.gov.bd

 

 

  
Publish Date
21/01/2014