উলিপুর কুড়িগ্রাম জেলার দক্ষিণে অবস্থিত একটি উপজেলা।ইহা আয়তন ও জনসংখ্যার দিক থেকে কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় উপজেলা যা ১৩ টি ইউনিয়ন পরিষদ ও ০১ টি পৌরসভা নিয়ে গঠিত।ইউনিয়নগুলোর মধ্যে ০৮ টি ইউনিয়ন – হাতিয়া, দলদলিয়া. থেতরাই, বজরা. গুনাইগাছ. বেগমগঞ্জ, সাহেবের আলগা ও বুড়াবুড়ি নদী বেষ্টিত।
কৃর্ষিনির্ভর এ উপজেলার মানুষের আশা আকাঙ্খা এখন পর্যন্ত পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি।সরকারের সহযোগিতায় সুদক্ষ প্রশাসনের বলিষ্ঠ নেতৃত্বে স্থানীয় জনসাধারণের আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ উপজেলার মানুষের জীবনযাত্রা তথা আর্থ-সামাজিক উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব ।
অবাধ তথ্যপ্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত।বিশেষ করে অনগ্রসর জনগণের মাঝে তথ্যপ্রবাহ নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আনয়ন করা সম্ভব।সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলা ওয়েব পোর্টাল জনগণের দোরগোড়ায় অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে তাদের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত আলোকিত উলিপুর বিনির্মাণ করাই আমাদের সকলের লক্ষ্য।
নূর-এ-জান্নাত রুমি
উপজেলা নির্বাহী অফিসার
উলিপুর, কুড়িগ্রাম।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)