Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

উলিপুর উপজেলার পটভূমি

 

            উলিপুর উপজেলা কুড়িগ্রাম জেলার দক্ষিনাংশে অবস্থিত। ইহা আয়তনের দিক থেকে কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় উপজেলা। এ উপজেলা উত্তরে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলা, পূর্বে ভারতের আসাম ও রৌমারী উপজেলা, দক্ষিনে চিলমারী উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা, পশ্চিমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা দ্বারা বেষ্টিত। এ উপজেলা প্রায় ২৫৩৩র্ ও ২৫ ৫০র্ উত্তর অক্ষাংশে এবং ৮৯ ৩১র্ ও ৮৯ ৫১র্ পুর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। জেলা শহর কুড়িগ্রাম হতে উলিপুর উপজেলার দূরত্ব প্রায় ১৮ কিঃমিঃ। এর মোট আয়তন প্রায় ৪৫৮ বর্গ কিঃমিঃ। তন্মধ্যে নদী প্রায় ৭৬.৬৪ বর্গ কিঃমিঃ, চরাঞ্চল প্রায় ১৪.৪০ বর্গ কিঃমিঃ এবং জলাশয় প্রায় ০.৭২ বর্গ কিঃমিঃ।

ছবি