উলিপুর উপজেলার জননগোষ্ঠী প্রাচীনকাল থেকেই ক্রীড়ামোদী। এই উপজেলায় প্রতি বছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বর্তমানে এখানকার জনপ্রিয় খেলার মধ্যে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলে ও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। উলিপুরে বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে উলিপুর স্টেডিয়াম মাঠ এবং উলিপুর সরকারী ডিগ্রী কলেজ খেলার মাঠ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। প্রতি বছর এ উপজেলায় নিম্নলিখিত খেলাধুলা অনুষ্ঠিত হয়ঃ
১) ক্রিকেট ২) ফুটবল ৩) হা-ডু-ডু ৪) সাঁতার ইত্যাদি ৫) হাড়িভাঙ্গা ইত্যাদি।
ছবি