Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

প্রখ্যাত ব্যক্তিত্ব

মোঃ ওসমানগনি, গ্রামঃ তবকপুর, ডাকঃ তবকপুর, উপজেলাঃ উলিপুর, জেলাঃ কুড়িগ্রাম । তিনি পায়ে হেটে পৃথিবীর ৫২টি দেশ  ভ্রমন করেন । তিনি এখনও জীবিত আছেন এবং ভ্রমন ভাতা পাচ্ছেন ।

 

 

 

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, উলিপুর উপজেলার সভ্যতা বহু প্রাচীণ। এই এলাকায় মহারাণী স্বর্ণময়ীর অবস্থান, ভবানী পাঠকের আগমন, দেবী চৌধুরাণীর বজরায় আগমন, বাহারবন্দ কাচারী, রাণী সত্যবতীর ধামশ্রেণী সিদ্বেশরী মন্দির, দলদলিয়া কাজীরচক মসজিদ এবং আসাম অভিযানে মুঘল সম্রাটের উলিপুর উপজেলাকে ব্যবহার প্রাচীণ সভ্যতার পরিচয় বহন করে।

 

সাংস্কৃতিক কর্মকান্ডে উলিপুর উপজেলার অবদান কম নয়। এই অঞ্চলের ভাওইয়া, চটকা, দোতরা কুশান গান জাতীয় পর্যায়ে স্বীকৃত।যেসব সংস্কৃতি বিষয়ক সংস্থা উলিপুর উপজেলায় কাজ করছে সেগুলো হলো উলিপুর ভাওয়াইয়া একাডেমী, ললিত কলা একাডেমী, উদিচি শিল্পী গোষ্ঠী, উপজেলা শিল্পকলা একাডেমী এবং পাবলিক লাইব্রেরী।

ছবি